ঢাকায় জিপিএ-৫ বেশি, পাসে এগিয়ে রাজশাহী
৬ মে ২০১৯ ১২:৫২
ঢাকা: এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। আর সারাদেশে পাসের হারে এগিয়ে রাজশাহী শিক্ষাবোর্ড।
রাজশাহী বোর্ডে এবার ৯১ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অপরদিকে ৭০ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে তলানিতে রয়েছে সিলেট বোর্ড।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এবারও ঢাকা বোর্ড এগিয়ে রয়েছে। এ বোর্ডে ২৯ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতবছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪১ হাজার ৫৮৫ জন।
এ ছাড়া রাজশাহী বোর্ডে ২২ হাজার ৭৯৫ জন, কুমিল্লা বোর্ডে ৮ হাজার ৭৬৪ জন, যশোর বোর্ডে ৯ হাজার ৯৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ৭ হাজার ৩৯৩ জন, বরিশাল বোর্ডে ৪ হাজার ১৮৯ জন, সিলেট বোর্ডে ২ হাজার ৭৫৭ জন ও দিনাজপুর বোর্ডে ৯ হাজার ২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, আট বোর্ডের মধ্যে রাজশাহী বাদে ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।
সোমবার (৬ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার সারাদেশে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।
সারাবাংলা/টিএস/একে