অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন সিইউএসটি’র প্রথম উপাচার্য
১৭ জুন ২০১৯ ১৫:২৬
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর সাবেক অধ্যাপক ড. মোঃ মঞ্জুর হোসেন বাংলাদেশের প্রথম বিশেষায়িত বেসরকারী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (সিইউএসটি)-এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। চার বছরের জন্য তিনি এই নিয়োগ পেলেন।
এর আগে অধ্যাপক ড. মঞ্জুর সফলতার সাথে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. মঞ্জুর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯৭ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করেন।তিনি বাংলাদেশ এডুকেশন লিডারশীপ এ্যাওয়ার্ড ২০১৭ এর বেস্ট প্রফেসর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নির্বাচিত হন।
এছাড়াও অধ্যাপক ড. মঞ্জুর হোসেন তার দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন।
বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ড. মোঃ মঞ্জুর হোসেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (সিইউএসটি)