Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বিভাগে তিন দিনের কানাডা শিক্ষামেলা


২১ জুলাই ২০১৯ ১৫:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উচ্চশিক্ষায় পরামর্শদাতা প্রতিষ্ঠান এডুমিগ কন্সাল্টেন্সি কানাডাতে শিক্ষা ব্যবস্থা এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজন করেছে ‘কানাডা এডুকেশন ফেয়ার ২০১৯’।

তিন দিন দেশের তিন বিভাগীয় শহরে হবে এই শিক্ষামেলা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এ শিক্ষা মেলা ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশনের কেআইবি ট্রেনিং রুমে অনুষ্ঠিত হবে ২১ জুলাই রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হবে ২২ জুলাই সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সিলেটের শাহজালাল উপশহরের রোজভিউ হোটেলে অনুষ্ঠিত হবে ২৪ জুলাই বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মেলাগুলোতে উপস্থিত থাকবেন কানাডার প্রথম সারির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ।

বিজ্ঞাপন

দেশের শিক্ষার্থীরা কানাডার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ, উচ্চশিক্ষার বিষয় ও অন্যান্য তথ্য সরাসরি কানাডার প্রতিনিধিদের কাছ থেকে জেনে নিতে পারবেন। তাছাড়া মেলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং সংক্রান্ত সকল তথ্য ও সহায়তা প্রদান করবে। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কানাডা ভিসা প্রসেসিং করাতে পারবেন কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই।

সারাবাংলা/পিএম

কানাডা শিক্ষামেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর