Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব নিলো ডিআরএমসি-আইটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি


৭ জানুয়ারি ২০২০ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ-ডিআরএমসি’র আইটি ক্লাবের নতুন নির্বাহী কমিটি দায়িত্ব নিয়েছে। ডি আর এম সি ইন্টারন্যাশনাল টেক কার্ণিভাল – ২০২০ আয়োজনকে সামনে রেখে সম্প্রতি নতুন কমিটির তার দায়িত্ব বুঝে নেয়। ক্লাবের বর্তমান মডারেটরের দায়িত্বে রয়েছেন রাসেল আহমেদ, প্রভাষক ( প্রভাতী) এবং মো. আশিক ইকবাল , প্রভাষক (দিবা)।

২০২০-২০২১ সালের জন্য গঠিত নতুন কমিটিতে রয়েছেন: মুহতাসিম মাহমুদ সাজিদ (প্রেসিডেন্ট), মেহেদী হাসান শিমুল (ভাইস-প্রেসিডেন্ট প্রভাতী), মোঃ তানহা আল মেহেদী তুখোর (ভাইস-প্রেসিডেন্ট, দিবা), মুহতাসিম আলম সামিন (জেনারেল সেক্রেটারি), সোয়াদ শাহিন মাহমুদ (জয়েন্ট সেক্রেটারি), সৌর আলোক রাহা (অরগানাইজিনং সেক্রেটারি), আহনাফ তাজয়ার নিয়াম (ট্রেজারার), জাকারিয়া মাহমুদ (অফিস সেক্রেটারি) , মো. ইত্তামুম ভূইয়া নাওয়াফ (জুনিয়ার রিপ্রেজেন্টিটিভ ), সালাহউদ্দিন ইউসুফ ( জুনিয়ার রিপ্রেজেন্টিটিভ ), তানভীর হাসান ( জুনিয়ার রিপ্রেজেন্টিটিভ ), মুনাব্বির আহমেদ ( জুনিয়র রিপ্রেজেন্টিটিভ), সাদমান তানজিম (জুনিয়ার রিপ্রেজেন্টিটিভ), তামজীদ ইসলাম (জুনিয়র রিপ্রেজেন্টিটিভ), মুনসি আল আরাফাত (জুনিয়ার রিপ্রেজেন্টিটিভ), নাশিদ সিকদার (জুনিয়ার রিপ্রেজেন্টিটিভ), ইয়ামুম আজাদ (জুনিয়ার রিপ্রেজেন্টিটিভ)।

বিজ্ঞাপন

উল্লেখ্য এর আগে  ডিআরএমসি- এনা ইন্টারন্যাশনাল টেক কার্ণিভাল ২০১৯ সফলভাবে আয়োজন করে ২০১৯-২০ কমিটি। সে ফেস্টিভ্যালের আহ্বায়ক ছিলেন আখতার জাহান ফেরদৌসি এবং সার্বিক তত্বাবধানে ছিলেন কলেজ অধ্যক্ষ্য ও আইটি ডিপার্টমেন্ট।

২০১৯-২০২০ নির্বাহী কমিটিতে ছিলেন: খালিদ মাহমুদ বাপ্পি (প্রেসিডেন্ট), ইউসুফ আল নাফি (ভাইস-প্রেসিডেন্ট, প্রভাতী), আসিফুল হক অরিক (ভাইস-প্রেসিডেন্ট, দিবা), আবু জিহাদ দিপ (জেনেরাল সেক্রেটারি), সাজিদ ইকবাল সিড (জয়েন্ট সেক্রেটারি), ইরফাত তানজিফ রাওয়াক (ওরগানাইজিনং সেক্রেটারি), সাফকাত সাকিব (ট্রেজারার), রাশিদুল ইসলাম রিফাত (প্রোগ্রামিং সেক্রেটারি), রশিদ আরিফ রিদয় (রোবোটিক্স সেক্রেটারি), নাজমুস সাকিব (অলিম্পিয়াড ও কুইজিং সেক্রেটারি), আদনান ইসলাম (ফটোগ্রাফি সেক্রেটারি), আহনাফ সামিন (ডিজিটাল মিডিয়া এন্ড পাব্লিকেশন সেক্রেটারি), আজমাইন হোসেইন সোয়াদ (কমিউনিকেশন সেক্রেটারি), রাইয়ান নাহিয়ান (প্রজেক্ট ডিসপ্লে সেক্রেটারি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ দেশের একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ এর সহ-পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম এর অন্যতম মূল উৎস হচ্ছে কলেজের বিভিন্ন ক্লাব। এর মধ্যে সবচেয়ে নতুন এবং দ্রুত অগ্রগতিশীল এই ডিআরএমসি আইটি ক্লাব।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর