Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরীক্ষায় অসদুপায়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

ঢাবি করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৫৯

ঢাবি: পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরাধের মাত্রা অনুযায়ী চার, তিন ও দুই বছর মেয়াতে শাস্তি পেয়েছেন ওই শিক্ষার্থীরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিষদের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে পরীক্ষাসহ চার বছর, ৫৩ জনকে পরীক্ষাসহ তিন বছর এবং ৩৯ জন শিক্ষার্থীকে পরীক্ষাসহ দুই বছর মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া দুইজন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম/ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরআইআর/এনইউ

অসদুপায় ঢা‌বি পরীক্ষা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর