||বিশেষ সংবাদদাতা||
ঢাকা: কোটি কোটি টাকা ছড়িয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে মতিঝিলের একটি আমদানি রফতানিকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে আটক করেছে র্যাব।
আলী হায়দার নামে ওই ব্যক্তির কাছ থেকে নগদ প্রায় আট কোটি টাকা উদ্ধার ও দশ কোটি টাকার চেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব সূত্র।
সোমবার দিনগত রাত থেকে এই ব্যবসায়ীর সন্দেহজনক গতিবিধির সূত্র ধরে মঙ্গলবার সকালে মতিঝিলের সিটি সেন্টারে তার অফিসে অভিযান চালানো হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন র্যাব’র সহকারী পরিচালক (মিডিয়া) মিজানুর রহমান।
এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে ২৫ ডিসেম্বর (মঙ্গলবার) ব্রিফ করবে বলেও জানিয়েছে র্যাব।
মোবাইল ট্র্যাকিংয়ে ধরা পড়েন মির্জা আব্বাসের দুই কর্মী
সারাবাংলা/এমএম