Tuesday 27 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো মাথাপিছু আয় ২৮২০ মার্কিন ডলার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২১:০৭ | আপডেট: ২৭ মে ২০২৫ ২১:২৫

ঢাকা: বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মাথাপিছু আয় ২ হাজার ৮২০ মার্কিন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরে (২০২২-২০২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল ২৭৯৩ ডলার, যা এবার অতিক্রম করেছে।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাব নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিবিএস জানায়, মাথাপিছু আয়ের এই হিসাব ব্যক্তি বিশেষের একক আয়ের প্রতিফলন নয়, বরং দেশের মোট জাতীয় আয়- যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ উৎপাদন ও প্রবাসী আয়, তা জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব নির্ধারণ করা হয়।

চলতি অর্থবছরের মাথাপিছু আয় ডলারের হিসাবে বাড়ার পেছনে রয়েছে- টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধির প্রভাব। এবার প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০ টাকা ২৯ পয়সা, যা গত অর্থবছরের ১১১ টাকা ৬ পয়সার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিকে টাকার অঙ্কে চলতি অর্থবছরে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা। আগের বছর এই আয় ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

সারাবাংলা/জিএস/এসআর

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস মাথাপিছু আয় মার্কিন ডলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর