Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার ব্যাংকের লকার জব্দ এনবিআরের

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪০

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে পূবালী ব্যাংকের শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইসির মহাপরিচালক সারাবাংলাকে বলেন, ‘মতিঝিলের পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করা হয়েছে। লকার নম্বর ১২৮। আইনি প্রক্রিয়ায় সেটি খুলতে হবে। একটি চাবি মালিকের কাছে থাকে। আরেকটি ব্যাংকের কাছে। হয়তো লকারে কিছু আছে। আবার কিছু নাও থাকতে পারে। কিন্তু লকার তো আছে। আমরা এখন আইনি প্রক্রিয়ায় যাব।’

বিজ্ঞাপন

তিনি জানান, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছ। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছেন।’

সারাবাংলা/ইএইচটি/এমপি

এনবিআর জব্দ লকার শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর