ঢাকা: দেশের আরও পাঁচটি নতুন পোশাক কারখানা ‘সবুজ কারখানা’ (গ্রিন ফ্যাক্টরি) হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফলে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮টি।
বুধবার (১৫ অক্টোবর) পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন যুক্ত হওয়া পাঁচটি কারখানা হলো— সাভারের পাকিজা নীট কম্পোজিট লিমিটেড, ঢাকার ফ্যাশন পালস লিমিটেড, ঢাকার গাভা প্রাইভেট লিমিটেড, চট্টগ্রামের ভিজ্যুয়াল নীটওয়ারস লিমিটেড এবং তালিসম্যান পারফরম্যান্স লিমিটেড।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) ‘এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (LEED)’ মানদণ্ডে গ্রিন ফ্যাক্টরির সনদ প্রদান করে। বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, সর্বশেষ ২০২৪ সালে অন্তত ২৬টি পোশাক কারখানা গ্রিন ফ্যাক্টরি হিসেবে তালিকাভুক্ত হয়েছিল।
বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি সবুজ কারখানার মধ্যে ৬৮টিই বাংলাদেশে অবস্থিত। একক দেশ হিসেবে এত বিপুলসংখ্যক গ্রিন ফ্যাক্টরি অন্য কোনো দেশে নেই। পাকিস্তানে রয়েছে ৭টি, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া অবস্থান করছে বাংলাদেশের পরেই।
ইউএসজিবিসির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের ২৬৮টি গ্রিন কারখানার মধ্যে ১১৪টি প্লাটিনাম, ১৩৫টি গোল্ড, ১৫টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড ক্যাটাগরির। এছাড়া আরও ৫৫০টির বেশি কারখানা নিবন্ধন বা সার্টিফিকেশনের প্রক্রিয়ায় রয়েছে।