ঢাকা: দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ আবারও নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় বিক্রয় উৎসব—‘১১.১১ ক্যাম্পেইন’, যার মূল প্রতিপাদ্য ‘দ্য রিয়েল বস’। বিক্রয় উৎসবটি শুরু হবে ১০ নভেম্বর থেকে এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
বুধবার (৫ নভেম্বর) দারাজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ক্যাম্পেইনে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, বিশেষ ১১ / ১১১ / ১,১১১ / ১১,১১১ টাকার ডিল, এবং ব্র্যান্ড রাশ আওয়ার–এর মতো আকর্ষণীয় অফার থাকছে। পাশাপাশি ৩৯৯ টাকা ও ৭৯৯ টাকার ওপর অর্ডারে ডেলিভারি ডিসকাউন্ট ও ফ্রি ডেলিভারি সুবিধাও উপভোগ করা যাবে।
দারাজের জনপ্রিয় ‘১ টাকা গেম’-এ অংশ নিয়ে ক্রেতারা জিততে পারেন ১০টি আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ বাইক (ডেটল স্পন্সরড), দ্বিতীয় পুরস্কার লটো-স্পন্সরড শ্রীলঙ্কা যুগল ভ্রমণ, তৃতীয় পুরস্কার রিভো ইলেকট্রিক স্কুটার, এবং আরও সাতটি বিশেষ পুরস্কার।
এবারের ১১.১১ ক্যাম্পেইনে থাকছে থিমভিত্তিক দিন— ইলেকট্রিকাল টিউসডে, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস থার্সডে, লাইফস্টাইল ফ্রাইডে, ফ্যাশন সানডে, ডি-মল মানডে ইত্যাদি। শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্যে আবুল খায়ের, হায়ার, বাটা, ইউনিলিভার, শান, ম্যারিকো, মোশন ভিউ প্রমুখ ব্র্যান্ড ডে পালন করবে।
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, ‘১১.১১ এখন আর শুধু সেল নয়—এটি দেশের অনলাইন শপিং সংস্কৃতির এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এবারের আয়োজন গ্রাহকদের জন্য আরও বড় ছাড়, উন্নত অভিজ্ঞতা ও অবিশ্বাস্য পুরস্কারের সমন্বয়।’