Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভর্নর পদত্যাগ না করলে ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৫ ১৬:৪৪ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১৭:৩০

রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সামনে আয়োজিত মানববন্ধন।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগের দাবি জানিয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, শনিবার (৮ নভেম্বর) রাত ১২টার মধ্যে গভর্নর পদত্যাগ না করলে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন। একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, মার্জারের নামে বিনিয়োগকারীদের নিঃস্ব করার অধিকার কারও নেই। সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদাসীনতায় পুঁজিবাজারে আস্থা সংকট চরমে পৌঁছেছে।

বিজ্ঞাপন

ঐক্য পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টা ও বিএসইসি চেয়ারম্যানও এই দায় এড়াতে পারেন না।

তারা বলেন, অর্থ উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তাই তাদের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো. আজাদ, যুগ্ম আহ্বায়ক মো. ইশতেয়াকসহ অন্যান্য নেতারা।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর