Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচকের ইতিবাচক প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১১:৫৬

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১১ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এর আগে টানা সাত কার্যদিবস সূচক পতনের মধ্যে ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক বেড়েছে ৫ পয়েন্ট, দাঁড়িয়েছে ১,০১৬ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক বেড়ে ১,৯১৫ পয়েন্টে পৌঁছেছে।

এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। দাম বেড়েছে ১৮৭ কোম্পানির, কমেছে ৭৭টির, আর অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানির শেয়ারদর।

বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো— প্রগতি লাইফ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, সামিট পোর্ট অ্যালায়েন্স, রানার অটো, খান ব্রাদার্স, এনভয় টেক্সটাইল, সোনালি আঁশ ও রূপালি লাইফ।

লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে সূচক ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৪,৮৭৩ পয়েন্টে অবস্থান করে।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সিএএসপিআই বেড়ে ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ৭৫৪ পয়েন্টে দাঁড়ায়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয় ২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এ সময়ে ৮টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭টির কমেছে, আর ১টি অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর