Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূচক বড়পতনে, আড়াই ঘণ্টায় ৩২০ শেয়ারের দর কমল


১৩ নভেম্বর ২০২৫ ১২:৪১

ঢাকা স্টক একচেঞ্জ। ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–তে সূচক নিম্নমুখী প্রবণতায় চলছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় ধীরগতি দেখা গেছে। এ সময়ের মধ্যে ৩২০ কোম্পানির শেয়ার দর কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক (ডিএসইএক্স) ৮৪ পয়েন্ট কমে ৪,৭৪১ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক (ডিএসইএস) ২০ দশমিক পয়েন্ট কমে ৯৮৫ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ১,৮৭১ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২০৭ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ৩২০টির, এবং অপরিবর্তিত রয়েছে ২১ কোম্পানির শেয়ারদর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর