ঢাকা: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নতুন বাণিজ্যিক আদালত দেশের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। শনিবার (৬ ডিসেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে হোটেলে সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত ‘Operationalizing Commercial Court’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের মাধ্যমে দীর্ঘদিনের প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়ে আদালত পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন পেয়েছে। এর ফলে বিচার বিভাগ নিজস্বভাবে পদসৃজন, বাজেট ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও নীতিমালা প্রণয়নে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘ব্যবসায়িক সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি হিসেবে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ দ্রুত বাস্তবে পরিণত হচ্ছে। খসড়া আইনে বাণিজ্যিক বিরোধের স্পষ্ট সংজ্ঞা, পর্যাপ্ত আদালত, হাইকোর্টে পৃথক আপিল বেঞ্চ, বাধ্যতামূলক মধ্যস্থতা, সীমিত মুলতবি ও সারসংক্ষেপ বিচারসহ আধুনিক বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।’
আইন কার্যকর করতে অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ বিকাশ ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
উক্ত সেমিনারে ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন ও বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।