Saturday 27 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানত যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকে

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৫ ১১:১২

ঢাকা: একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের হিসাব নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী সপ্তাহের মধ্যেই এই কার্যক্রম সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

শ‌নিবার (২৭ ডি‌সেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্রিয়া শেষ হলে বিদ্যমান পাঁচটি ব্যাংকের গ্রাহকদের সব আমানত স্বয়ংক্রিয়ভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্থানান্তরিত হবে। তবে গ্রাহকরা আপাতত তাদের বর্তমান চেক বই ব্যবহার করে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

ব্যাংক সূত্র জানায়, নির্ধারিত সীমার বাইরে অবশিষ্ট আমানত সংশ্লিষ্ট গ্রাহকের হিসাবে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং ওই আমানতের ওপর প্রচলিত হারে মুনাফা প্রদান অব্যাহত থাকবে।

নবগঠিত এই ব্যাংকটি রাষ্ট্র মালিকানাধীন হওয়ায় সাধারণ জনগণের মধ্যে আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে অতিরিক্ত টাকা উত্তোলনের প্রবণতা কমে আসবে এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে আমানত উত্তোলন সংক্রান্ত অনিশ্চয়তায় ভোগা গ্রাহকদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর