Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ স্টক এক্সচেঞ্জের পর্ষদের সঙ্গে বিএসইসির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ২০:২৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩০

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: পুঁজিবাজারে উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদের সঙ্গে বৈঠক হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাকসুদ কমিশনের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

এতে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী, বিএসইসি’র কমিশনার মো. আলী আকবর, বিএসইসি’র কমিশনার মো. সাইফুদ্দিন, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ আরও অনেকে উক্ত সভাসমূহে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিএসইসি জানায়, রোববার সকাল সাড়ে ১০ টায় সিএসইস পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়। সভায় সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, পরিচালক শাহজাদা মাহমুদ চৌধুরী, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, পরিচালক ড. মাহমুদ হাসান অংশ নেন। এরপরে সকাল সাড়ে ১১ টায় ডিএসইর পরিচালনা পর্ষদের সঙ্গে সভা শুরু হয়।

সভায় ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, পরিচালক সৈয়দ হাম্মাদুল করিম, পরিচালক মোহাম্মদ ইসহাক মিয়া, পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির, পরিচালক রিচার্ড ডি রোজারিও, পরিচালক মিনহাজ মান্নান ইমন, পরিচালক মো. হানিফ ভূইয়া ও পরিচালক মো. সাজেদুল ইসলাম অংশ নেন।

সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর