ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে নিয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সবুজ রঙের আধিপত্যে নকশাকৃত এই লোগোতে ইসলামী মূল্যবোধ, ঐক্য ও স্থিতিশীলতার প্রতীকী উপস্থাপন ফুটে উঠেছে। লোগোর কেন্দ্রে গম্বুজাকৃতির অবয়ব ও শিখা-আকৃতির নকশা ব্যাংকটির ইসলামী ব্যাংকিং দর্শন ও অগ্রযাত্রার ইঙ্গিত বহন করে।’
ব্যাংক সূত্র জানায়, নতুন লোগোর মাধ্যমে সম্মিলিত শক্তিতে টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। লোগোর নিচে থাকা স্লোগান— ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—ব্যাংকটির ভবিষ্যৎ লক্ষ্য ও দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
উল্লেখ্য, একীভূতকরণের মাধ্যমে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি দেশের ইসলামী ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনা, আমানতকারীদের সুরক্ষা এবং শরিয়াহসম্মত আর্থিক সেবা সম্প্রসারণে কাজ করছে। নতুন লোগো উন্মোচনের মধ্য দিয়ে ব্যাংকটি ব্র্যান্ড পরিচিতি সুদৃঢ় করার পাশাপাশি গ্রাহকসেবায় নতুন অধ্যায়ের সূচনা করল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।