Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়াহ সুপারভাইজরি কমিটির বিদায়ী সদস্যদের সম্মাননা জানাল ব্যাংক এশিয়া

সারাবাংলা ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬ ১৯:২৮

সম্মাননা নিচ্ছেন বিদায়ী সদস্যরা।

ঢাকা: ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির বিদায়ী চারজন সদস্যকে সম্মাননা জানাল ব্যাংক এশিয়া পিএলসি।

ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মানিত বিদায়ী সদস্যরা হলেন- শরীয়াহ সুপারভাইজরি কমিটির প্রাক্তন চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী, প্রাক্তন সদস্য সচিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, প্রাক্তন ফকিহ্ সদস্য মাওলানা মুহাম্মদ মোফাজ্জল হুসাইন খান এবং ড. মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিকুল আরেফিনসহ অন্যান্য উপ-ব্যবস্থাপনা পরিচালকরা, ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের প্রধানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান, শাখা প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে শরীয়াহ সুপারভাইজরি কমিটির বিদায়ী সদস্যদের দীর্ঘ কর্মজীবন, নিষ্ঠা ও ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ৭ দিনের শোক ঘোষণা
৭ জানুয়ারি ২০২৬ ০৯:৪৮

আরো

সম্পর্কিত খবর