Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়মতো ব্যবসা শুরু না করায় এক ব্রোকারেজ হাউসের সনদ বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৩:৪৯ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ১৪:৪৮

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে শেয়ার লেনদেনের অনুমোদন পাওয়া একটি প্রতিষ্ঠানের সনদ বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির নাম এসকিউ ব্রোকারেজ হাউস। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, সনদ বাতিল হওয়ায় এখন থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেনসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনার বৈধতা নেই এসকিউ ব্রোকারেজ হাউসের। এ কারণে বিনিয়োগকারীদের সতর্কতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত না থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ডিএসই জানিয়েছে, এরইমধ্যে কোনো বিনিয়োগকারী যদি প্রতিষ্ঠানটির সঙ্গে লেনদেন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে প্রয়োজনীয় তথ্যপ্রমাণসহ এ বিষয়ে স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

ডিএসই সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় পুঁজিবাজারে শেয়ার লেনদেনের জন্য ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) গ্রহণ করে এসকিউ ব্রোকারেজ হাউস। ট্রেক সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে ‘ব্রোকারেজ হাউস’ নামে পরিচিত।

তৎকালীন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে স্টক ব্রোকার ও স্টক ডিলারের সনদ প্রদান করে। এর মধ্যে স্টক ব্রোকার সনদ সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ার লেনদেন সুবিধা প্রদানের অনুমোদন দেয়, আর স্টক ডিলার সনদ প্রতিষ্ঠানের নিজস্ব বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার জন্য দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী, এসব সনদ প্রাপ্তির পর নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিষ্ঠানকে ব্যবসা কার্যক্রম শুরু করতে হয়। তবে একাধিক দফায় সময় বাড়ানোর পরও এসকিউ ব্রোকারেজ হাউস ব্যবসা শুরু করতে পারেনি। এ অবস্থায় ডিএসইর পক্ষ থেকে কয়েক দফা তাগিদ দেওয়া হলেও শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সনদ বাতিলের আবেদন করা হলে ডিএসই এসকিউ ব্রোকারেজ হাউসের ব্রোকারেজ সনদ বাতিলের সিদ্ধান্ত নেয়।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর