ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার।
এ সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পর্ষদ পরিচালক মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।