Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০, ২০ ও ৫০ টাকার নোটে যুক্ত হচ্ছে নতুন নিরাপত্তা সুতা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১১:৫৭ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:০৮

ঢাকা: জাল নোট প্রতিরোধ ও মুদ্রার নিরাপত্তা জোরদারে ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোটে নতুন নিরাপত্তা সুতা সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নতুন নিরাপত্তা সুতা সংযোজনের মাধ্যমে নোটগুলোর নকল প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে এবং সাধারণ মানুষের জন্য আসল ও জাল নোট শনাক্ত করা সহজ হবে। পর্যায়ক্রমে বাজারে বিদ্যমান নোটের পাশাপাশি নতুনভাবে ছাপানো নোটে এই উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, তুলনামূলক কম মূল্যমানের নোটে জালিয়াতির ঝুঁকি বেশি থাকায় এসব নোটে আধুনিক নিরাপত্তা উপাদান সংযোজন সময়োপযোগী সিদ্ধান্ত। নতুন নোট চালুর ক্ষেত্রে নোটের নকশা ও অন্যান্য বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় প্রজ্ঞাপন ও কারিগরি নির্দেশনা জারি করবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর