সঠিক ও বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে এবং ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস।
বুধবার (২৭ জানুয়ারি) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত নতুনভাবে তালিকাভুক্ত ৩১টি সার্ভে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের নিরাপত্তা এবং বিনিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকের বিনিয়োগের বিপরীতে বন্ধকী সম্পত্তির সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, নতুনভাবে তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলোকে সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হবে।’
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন।
সভায় ভ্যালুয়েশন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দীন। সার্ভে কোম্পানির প্রতিনিধিদের পক্ষে বক্তব্য দেন এ এম কে অ্যাসোসিয়েটস লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর আবু মোকাররম খন্দকার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও কে. এম. মুনিরুল আলম আল-মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং বিভিন্ন সার্ভে কোম্পানির প্রতিনিধিরা।