।। সারাবাংলা ডেস্ক ।।
সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ। একইসঙ্গে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সেশনও অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যারিয়ার কাউন্সেলিং ও শিক্ষাবৃত্তি বিতরণের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।
সারাবাংলা/টিআর