Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতারবাড়ীর কাছেই হচ্ছে সমুদ্রবন্দর, ঘোষণা প্রধানমন্ত্রীর


২৮ জানুয়ারি ২০১৮ ১৫:২৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি মাতারবাড়ীতে গভীর সমুন্দ্র বন্দর হবে এমন ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে পুরো অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

এছাড়া মাতারবাড়ী প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত সব জমির মালিকরা যেন ভর্তুকি পান সরকার তার ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

কক্সবাজারের মহেশখালী দ্বীপের মাতারবাড়িতে এক হাজার ২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জানুয়ারি) গণভবনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

জাপানি সংস্থা জাইকার অর্থায়নে এই কেন্দ্রটি বাস্তবায়ন করা হচ্ছে। যা ২০২৪ সালের মধ্যে উৎপাদনে আসবে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার কোটি টাকা।

প্রকল্পে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যবহার হবে সর্বাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি।

এই বিদ্যুৎকেন্দ্র ছাড়াও মহেশখালী দ্বীপে কয়লা আমদানি ও সংরক্ষণে একটি সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে।
সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর