Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সার প্রতিরোধক ওষুধের কাঁচামাল শুল্কমুক্ত


১৩ জুন ২০১৯ ২০:১৮ | আপডেট: ১৩ জুন ২০১৯ ২১:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০১৯-২০ অর্থবছরে ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক না রাখার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করা হয়।

এদিন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট উপস্থাপন করেন। এর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।

ক্যান্সারের ওষুধে ব্যবহৃত অনেক কাঁচামাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক দিতে হয়। সেখানে আগামী বাজেটে এ সব কাঁচামালকে একেবারেই শুল্কমুক্ত করে দেওয়া হয়েছে। ক্যান্সারের ওষুধের ৪৩টি কাঁচামাল শুল্কমুক্তের আওতায় রয়েছে।

এদিকে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় ও বেশি ব্যবহৃত সব ধরনের মেডিকেল গ্যাসের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইড গ্যাসে বর্তমানে ২০ শতাংশ হারে রেগুলেটরি ডিউটি আরোপ করা আছে। নতুন বাজেটে এই ডিউটি ১০ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/একে

ক্যান্সারের ওষুধ বাজেট শুল্কমুক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর