সোনালি যুদ্ধ মানে জনগণের সোনালি দিন: প্রধানমন্ত্রী
১৪ জুন ২০১৯ ১৬:৪৯
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেটের লক্ষ্য সোনার বাংলা গড়ে তোলা। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা। অর্থাৎ ও মঙ্গলের জন্য যা করা। প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার (১৪ জুন) সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ওই সাংবাদিক জানতে চান বাজেটে সোনালি যুদ্ধের কথা বলা হয়েছে। এই সোনালি যুদ্ধ কী?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণ যেন সোনালি দিন দেখতে পায়, সেটিকেই সোনালি যুদ্ধ বলা হয়েছে। এটি অকল্যাণ, ধ্বংস নয়, সৃষ্টির যুদ্ধ।’
এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়। যা দেশের মোট জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ।
সারাবাংলা/একে