Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেকার নেই বলেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না: প্রধানমন্ত্রী


১৪ জুন ২০১৯ ১৭:১১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৩০ সাল নাগাদ ৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে। বাজেটে কর্মসংস্থানের কথা বলেছি। চাকরি দেওয়ার কথা বলিনি। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আমরা একশ কোটি টাকা বরাদ্দ করেছি। এই বরাদ্দ শিক্ষা, প্রযুক্তি, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে ব্যয় হবে। আমরা চাই প্রশিক্ষণ নিয়ে শিক্ষিত জনগোষ্ঠী যেন নিজের কাজ নিজে করতে পারে। কাজেই তিন কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ধান কাটার লোক পাওয়া যায় না। এত বেশি বেকার যদি থাকে, তাহলে তো ধান কাটলেও ৪/৫ শ টাকা পাওয়া যাবে। প্লাস দুই বেলা খাবার বাড়িতে। সেই লোক কেন পাওয়া যাচ্ছে না, বিবেচনা করেছেন। কর্মসংস্থানের সুযোগ আছে বলেই ধান কাটার লোক নেই।’

শেখ হাসিনা বলেন, ‘মানুষ যেন পেটভরে খেতে পারে, সেই সুযোগ তৈরি করা। আমরা একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে ‍তুলছি। প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। একেকটি প্রকল্প হলে কত মানুষের কাজ হবে, চাকরি হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘পত্রিকার মাধ্যমে দেখেছি, ধান কাটার লোক পাওয়া যায় না। শ্রমিকরা আরও বেশি টাকা চায়। এই যে শ্রমের মূল্য বেড়েছে, চাহিদা বেড়েছে। বেকার লোকের অভাব আছে বলেই তো।’

সারাবাংলা/একে

প্রধানমন্ত্রী বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর