জিপির নতুন গ্রাহক ১৩ লাখ, মুনাফা ৯৬০ কোটি টাকা
১৫ জুলাই ২০১৯ ১৮:০১
ঢাকা: চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন গ্রাহক সংখ্যা ১৩ লাখ বেড়েছে। অপারেটরটির গ্রাহক সংখ্যা ৮ দশমিক ৯ শতাংশ বেড়ে মোট গ্রাহক দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ।
গ্রাহক বাড়ার পাশাপাশি কোম্পানিটির রাজস্বও বেড়েছে। ২০১৯ সালের জানুয়ারি-জুন সময়ে গ্রামীণফোনের রাজস্ব আয় দাঁড়িয়েছে ৭০৯০ কোটি টাকা। যা আগের বছরই একই সময়ের চেয়ে ৯৬০ কোটি টাকা বেশি।
এছাড়া প্রতিষ্ঠানটি আলোচ্য সময়ে মূল্য সংযোজন কর (ভ্যাট), কর, শুল্ক, মাশুল, ফোরজি লাইসেন্স এবং তরঙ্গ মাশুল বাবদ ৪ হাজার ৯০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। যা মোট রাজস্বের ৫৮ শতাংশ।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ছয় মাসে গ্রামীণফোনের নেটওয়ার্কে ১৩ লাখ নতুন গ্রাহক যোগ দিয়েছেন। একই সময়ে গ্রামীণফোন ১৬ লাখ নতুন ইন্টারনেট গ্রাহক পেয়েছে। গ্রামীণফোনের গ্রাহকসংখ্যার প্রায় ৫৩ শতাংশ এখন ইন্টারনেট ব্যবহার করছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি বলেন, চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশের মধ্যেও ২০১৯ সালের প্রথম ছয় মাসে গ্রামীণফোন ভালো করেছে। জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশের ৬২ শতাংশ মানুষ গ্রামীণফোনের ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে।
গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধনের ৯০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে ।
সারাবাংলা/একে