সামাজিক উন্নয়নের লক্ষ্যে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম-২০১৯
২০ নভেম্বর ২০১৯ ১৬:০৬
ঢাকা: সামাজিক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হল এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম-২০১৯। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশান অফিসে প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১১ নভেম্বর ২০১৯ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই বিষয়ে পোস্ট করে এলজি বাংলাদেশের ফলোয়ারদের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। প্রস্তাবিত প্রকল্পের মধ্য থেকে বাছাই করা সেরা প্রকল্পগুলো অর্থায়ন করবে এলজি বাংলাদেশ।
এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম-২০১৯ এ প্রকল্প জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর ২০১৯।
সামাজিক উন্নয়নের লক্ষ্যে এলজি বাংলাদেশ-২০১৭ সালে এই প্রকল্প যাত্রা শুরু করে। সেই ধারাবাহিকতায় এবারও আয়োজিত হয়েছে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম-২০১৯।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলজি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন ও এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন।