সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড খেলার মাঠ ও তাজমহল পার্কের আধুনিকায়ন কাজ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি এ কাজের উদ্বোধন করেন।
‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্মুক্ত স্থানসমূহের আধুনিকায়ন,উন্নয়ন ও সবুজায়ন’ প্রকল্পের আওতায় ডিএনসিসি এলাকার ২৬টি পার্ক ও খেলার মাঠের আধুনিকায়ন করা হবে।
প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তাজমহল রোড খেলার মাঠ ও তাজমহল পার্ক আধুনিকায়ন কাজ শেষ হবে আগামী নভেম্বরে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডিএনসিসি প্যানেল মেয়র ওসমান গণি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এসময় আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সারাবাংলা/এমএস