আইএএম-এর কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাক্টিভিটি কোর্স চালু
৯ মার্চ ২০২০ ১৬:৪৪
একুশ শতকের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে একটি দক্ষ যুবসমাজ তৈরির প্রত্যেয়ে ‘ডিপ্লোমা ইন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাক্টটিভিটি’ কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে চট্টগ্রামের জিইসির ইনস্টিটিউট অব অ্যাপারেল ম্যানেজমেন্ট (আইএএম)।
শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয় এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা গালিল ইন্ড্রাস্টিজের চট্টগ্রাম বিভাগের প্রধান নির্বাহী কমকর্তা মো. আতিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পিভিএইচ-এর কমকর্তা মো আবদুর রহিম, কেডিএস গ্রুপের সিনিয়র কোয়ালিটি ম্যানেজার নারায়ণ বসাকসহ আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ এবং অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আতিকুর রহমান বলেন, ‘যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ এই কোর্সটি সঠিক আর বাস্তবমুখী জ্ঞানদানের মাধ্যমে যুবসমাজের সৃজনশীলতা বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।’
এছাড়া তিনি আশা প্রকাশ করেন, ‘তরুণ সমাজ এই কোর্সটির প্রতি আগ্রহী হবে এবং নিজের দক্ষতাকে আরও শানিত করবে। আইএমকে তিনি ‘হাউজ অব লার্নিং’ উপাধি দেন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটা কাজ সুন্দর ও পরিকল্পনা করে লক্ষ্য অর্জনের জন্য করতে হবে। দক্ষ ক্যারিয়া গড়ার জন্য প্রফেশনাল শিক্ষার কোনো বিকল্প নেই। জীবনের লক্ষ্য ঠিক করে এগিয়ে গেলে তা অর্জন করা যায়।’
বিশেষ অতিথি মো. আবদুর রহিম বলেন, ‘আমাদের সময়ে এরকম কোনো কোর্স বা প্রশিক্ষণের ব্যবস্থা ছিলো না, যা অত্যন্ত সময়োপযোগী। শিক্ষার কোনো বয়স নেই আর শেখার কোনো শেষ নেই। আমি নিজে আইএম-এর ছাত্র হিসেবে আছি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) পরীক্ষার প্রস্তুতি কোর্স শুরু করতে যাচ্ছি, যেটার উদ্ভোদন হবে আগামী ৮ মার্চ।’
কেডিএস-এর সিনিয়র কোয়ালিটি ম্যানেজার নারয়ণ বলেন, ‘৪৭ বছর বয়সে এসে আমি আইএম-এর স্টুডেন্ট, শুধুমাত্র একটাই কারণ শিক্ষার কোনো বয়স নেই, আর আমাদের গার্মেন্টস ইন্ড্রাস্টিতে এডুকেশনাল সার্টিফিকেট আসল না, এখানে আপনাকে জানতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে।’
অনুষ্ঠানে আইএএম-এর প্রধান নির্বাহী কমকর্তা মো. আজিম মোহাম্মদ বলেন, ‘গামেন্টস নির্ভর বাংলাদেশে এই প্রোগ্রামের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়নের চাকা সচল রাখতে সব থেকে বেশি দরকার দক্ষ জনশক্তি।’ এই কোর্সটি সেক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে বলে তিনি আশাবাদী।
জীবনের একটা এইম থাকা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘কাজ মানুষকে বাঁচিয়ে রাখে, না হলে তিন প্রজন্ম গেলেই আপনি হারিয়ে যাবেন। ছয় মাসের এই ডিপ্লোমা কোর্সটি লিন ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে পূর্ণ ধারণা দিতে পারবে বলে মনে করি। কোর্সটি ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ছাড়ে করা যাবে। এককালীন ফি প্রদানে অপারগদের জন্য কিস্তির ব্যবস্থাও রেখেছে আইএএম কর্তৃপক্ষ।’
এছাড়া প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, আমেরিকার হাই প্রোফাইল কোর্স প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) পরীক্ষার প্রস্তুতি কোর্স আগামী ১৩ মার্চ শুরু হবে যার উদ্বোধন হয় ৮ মার্চ, রোববার।
অনুষ্ঠানে আগত অতিথিরা চট্টগ্রামে কর্মরতদের সেবাদানে এরকম প্রতিষ্ঠান তৈরির জন্য এবং সময়ের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মকর্তা গড়ে তোলার কোর্স আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।