Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেছেন সাত ব্যাংক কর্মকর্তা, আক্রান্ত ৬১


৩১ মে ২০২০ ০১:০১

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাত জন ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৬১ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও এক ব্যাংক পরিচালক করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছেন এবং বিভিন্ন ব্যাংকের পাঁচ জন পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, করোনাভাইরাসে এখন পর্যন্ত যে সাত জন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন তারা হলেন- রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (পিও) মাহবুব এলাহী, জনতা ব্যাংকের লোকাল অফিসের অ্যাডমিন শাখার এক্সিকিউটিভ অফিসার হাসিবুর রহমান, রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান, সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের মুজতবা শাহরিয়ার, সিটি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ, এনসিসি ব্যাংকের চট্টগ্রাম আগ্রাবাদ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জামশেদ হায়দার চৌধুরী, উত্তরা ব্যাংকের শান্তিনগর শাখার কর্মকর্তা ওয়াহিদ মর্তুজা। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ও বিশিষ্ট শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ পরিচালক মোরশেদ আলম।

বিজ্ঞাপন

অন্যদিকে এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে ৬১ জন জন ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ৩০ কর্মকর্তা, ইসলামী ব্যাংকের ১০ কর্মকর্তা। এছাড়াও রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ৩ জন, রূপালী ব্যাংকের ৩ জন, সাউথইস্ট ব্যাংকের ৩ জন, সিটি ব্যাংকের ২ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ২ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) ১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ১ জন, মার্কেন্টাইল ব্যাংকের ১ জন কর্মকর্তা-কর্মচারি আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকটি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক। এদের মধ্যে রয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক এ কে আজাদ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, এনভয় গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের অন্যতম উদ্যোক্তা প্রকৌশলী কুতুব উদ্দিন আহমেদ। করোনায় আরো আক্রান্ত হয়েছেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ছেলে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম মারুফ, ইউনিয়ন ব্যাংক ও এস আলম গ্রুপের পরিচালক মোহাম্মদ শহীদুল আলম।

করোনা করোনাভাইরাস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর