ঢাকা: প্রবাসী আয় বিতরণের ধারা অব্যাহত রাখতে সম্প্রতিকালে যমুনা ব্যাংক লিমিটেড, করপোরেট অফিস, গুলশান-১-এ যমুনা ব্যাংক লিমিটেড ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড-এর মধ্যে সহযোগিতা চুক্তি নবায়ন করা হয়েছে।
অনুষ্ঠানে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী এবং এনআরবিসি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কবির আমমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া যমুনা ব্যাংক লিমিটেডের ইভিপি ও সিএফও অসীম কুমার বিশ্বাস, এনআরবি ব্যাংকিং অ্যান্ড ফরেন রেমিট্যান্স ডিভিশনের প্রধান ও এসভিপি মো. আব্দুস সোবহান, এনআরবিসি ব্যাংক লিমিটেডের আন্তর্জাতিক বিভাগের প্রধান ও ভিপি জনাব মো. আবু মোসাহিদসহ নিজ নিজ প্রতিষ্ঠানে অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিদ্যমান সহযোগি চুক্তি নবায়নের মাধ্যমে রেমিট্যান্সের অর্থ এনআরবিসি ব্যাংক লিমিটেড এর যেকোনো শাখা-এজেন্ট পয়েন্ট থেকে অতি দ্রুত উত্তোলন অব্যাহত থাকবে।