Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর শিবপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসাসেবা

সারাবাংলা ডেস্ক
২১ মার্চ ২০২১ ১৯:০৮

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগ ও অর্থায়নে নরসিংদীর শিবপুরের নিনগাঁও এলাকায় হাজী ইস্মাঈল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে চক্ষু, গাইনি, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম।

এছাড়া উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ২৫৪ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৬৪৩ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।

সারাবাংলা/এমআই

যমুনা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর