ঢাকা: সম্প্রতিকালে কুমিল্লার মনোহরগঞ্জে মেসার্স নুসরাত এন্টারপ্রাইজ যমুনা ব্যাংকের সঙ্গে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।
ব্যাংকের সিনিয়র অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক কুমিল্লা শাখা মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা।
এছাড়া উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান কর্মকর্তা শেখ রাফেজুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যাংকের গ্রাহকরা।