‘অর্থনীতিতে স্থিতিশীলতা আনাই এবারের বাজেটের বড় চ্যালেঞ্জ’
২০ মে ২০২৩ ২১:৫৫
চট্টগ্রাম ব্যুরো: বিদ্যমান দেশীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।
শনিবার (২০ মে) বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গবেষণাধর্মী সংগঠন ‘সমাজ সমীক্ষা সংঘ’ আয়োজিত এক প্রাক-বাজেট গোলটেবিল আলোচনায় এ মতামত এসেছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট’র (আইআইডি) যুগ্ম পরিচালক (গবেষণা) ফাল্গুনী রেজা।
মূল প্রবন্ধে বলা হয়, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি যখন মাত্র ঘুরে দাঁড়াচ্ছিল, তখনই যুদ্ধ পরিস্থিতি বিশ্বব্যাপী সংকট তৈরি করেছে। বৈশ্বিক বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বৈদেশিক বাণিজ্য ঘাটতি, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া, খাদ্যদ্রব্যসহ জীবনযাত্রার মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশ আজ এক সংকটের বাস্তবতায় দাঁড়িয়ে আছে। এমন বাস্তবতার মধ্যেই জাতীয় নির্বাচন সামনে চলে এসেছে।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে ‘প্রাক নির্বাচনী বাজেট’ উল্লেখ করে এতে বলা হয়, অর্থনীতির পুনরুদ্ধার বিবেচনায় রেখে বাজেটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামী বাজেট হবে বাংলাদেশের ৫২তম বাজেট এবং আকারের দিক থেকে হবে দেশের বৃহত্তম বাজেট। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। এই বিশাল আকারের বাজেটে জনগণের কল্যাণে বিশেষ মনোযোগ দিতে হবে। বর্ধিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আয় বাড়ানো, বাজেট ঘাটতি সীমার মধ্যে রাখা, সরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হবে।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আইএমএফ’র শর্তপূরণ করতে গিয়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর ভর্তুকি তুলে দেওয়া হয়েছে। ফলে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ক্রমেই ধ্বংস হয়ে দ্ররিদ্র শ্রেণিতে পরিণত হচ্ছে। অর্থনীতির চালিকাশক্তি এই শ্রেণিকে বাঁচানো না গেলে অচিরেই দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে।
সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু’র সভাপতিত্বে ও যুগ্ম নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ ড. মুহাম্মদ সিকান্দার খান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি তপন দত্ত, ব্যবসায়ী নেতা মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ডক্টরস্ ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চু, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, সাবেক কাউন্সিলর এইচ এম সোহেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বনির্ভর ফাউন্ডেশনের চেয়ারম্যান মশিউর রহমান, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র জি.এম তাওসিফ এবং সংগঠনের পক্ষে পরিচালক শিহাব চৌধুরী বিপ্লব ও নির্বাহী পরিচালক কল্লোল দাশ।
সারাবাংলা/আরডি/পিটিএম