তরমুজে ঠাসা ওয়াইজঘাট | ছবি
২৭ মার্চ ২০২৪ ২০:৪৬ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ২২:০৮
মৌসুমের শুরুতেই তরমুজে সয়লাব হয়ে গেছে পুরান ঢাকার ওয়াইজঘাট। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ কিংবা ট্রলারে করে আনা তরমুজে ভরে গেছে ঢাকার বুড়িগঙ্গা তীর। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ
- মৌসুম শুরু হয়ে গেছে, নানা আকারের তরমুজ আসছে।
- পুরনো ঢাকার ওয়াইজঘাটে আড়তে তোলার অপেক্ষায় নৌকাবোঝাই তরমুজ।
- নৌকা বোঝাই এসব তরমজু এসেছে পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার বোরহানউদ্দীনসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে।
- ঢাকার ওয়াইজঘাটের পাইকারি বাজারে গত কয়েক দিন ধরে যে দরে তরমুজ বিক্রি হচ্ছিল তা এখন অর্ধেকে নেমেছে।
- আড়ত থেকে তরমুজ কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য বাজারে।
- নৌকা থেকে নামছে তরমুজ।
- আড়তে তরমুজ নিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
- কেবল নৌপথেই তরমুজ আসছে না, সড়কপথে ট্রাকে করেও আসছে গ্রীষ্মকালীন এই ফল।