Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাহবুবউল আলম হানিফ, তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৪ ২১:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৬

ঢাকা : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। বিএফআইইউ‘ এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে তাদের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দিযেছেন।

বিজ্ঞাপন

বিএফআইইউ‘র চিঠিতে বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এসময় বাড়ানো হবে।চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। এছাড়াও চিঠিতে মাহবুবউল আলম হানিফ, তার স্ত্রী ফৌজিয়া আলমের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

সারাবাংলা/জিএস/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর