Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেল কলেজ ও হোস্টেল খুলে দেওয়ার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৯:০৭

ঢাকা: অবশেষে ঢাকা মেডিকেল কলেজ পুনরায় আগামী শনিবার (১২ জুলাই) এবং হোস্টেল শুক্রবার (১১ জুলাই) সকাল ৮টা থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) অনুষ্ঠিত এক জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে ৮ জুলাই অনুষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আগামী ১২ জুলাই শনিবার থেকে আরম্ভ হবে এবং হোস্টেলসমূহ ১১ জুলাই শুক্রবার সকাল ৮টা থেকে খুলবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত জুন মাস থেকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রাবাসগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থা এবং বিকল্প আবাসনের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন। কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২১ জুন একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। তবে শিক্ষার্থীরা তা মানতে অস্বীকৃতি জানায় এবং আন্দোলন চালিয়ে যেতে থাকে।

সারাবাংলা/এমএইচ/এমপি

আন্দোলন ঢাকা মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর