ঢাকা: প্রশ্নফাঁস রুখতে যা যা করা সম্ভব আমরা তাই করেছি। আশা করি এ বছর শিক্ষার্থীরা আনন্দে তাদের পরীক্ষা দিতে পারবে। এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলে, পরীক্ষা হল পরিদর্শনে রাজধানীর গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে যান শিক্ষামন্ত্রী। হল পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেখেছেন নির্ধারিত সময়ের আগেই হলে এসেছি। যথা সময়ে পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষাকে নির্বিঘ্ন করতে ও প্রশ্ন ফাঁস ঠেকাতে মানুষের পক্ষে যা করা সম্ভব তা-ই আমরা করেছি। আমরা বিভিন্ন কৌশলে এই প্রশ্নফাঁস ঠেকাতে কাজ করছি।
মন্ত্রী বলেন, কেউ যদি প্রশ্ন ফাঁস করে তার কি শাস্তি হতে পারে তা আমি নিজেও কল্পনা করতে পারিনা। অভিভাবকদের কাছে আমার আবেদন, অনৈতিক কাজে আপনারা নিজেদের জড়িয়ে ফেলবেন না।
সারাবাংলা/এমএম