স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: দেশে প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে স্বাস্থ্যবীমা। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এর প্রায় ৩০০ শিক্ষার্থীর জন্য গোষ্ঠী স্বাস্থ্য বীমা চালু হয়। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে সয়মতো স্বাস্থ্য সেবার চাহিদা নিশ্চিত ও বিপর্যয়মূলক স্বাস্থ্য ব্যয় থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাধারন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষুদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত উল ইসলাম শিক্ষার্থীদের জন্য গোষ্ঠী স্বাস্থ্য বীমা চালুর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ ধরণের পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।
অপরদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন বলেন, এই গোষ্ঠী স্বাস্থ্য বীমার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষার বলয়ে অর্ন্তভুক্ত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জানানো হয়. শিক্ষার্থীদের এই গোষ্ঠী স্বাস্থ্য বীমার আওতায় আনতে গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউট ও প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এ এক চুক্তি হয়। স্বাস্থ্য বীমার আওতায় শিক্ষার্থীরা হাসপাতালে ভর্তি হলে সেবার জন্য প্রতিদিন তিন হাজার টাকা হিসেবে বছরে মোট ত্রিশ হাজার টাকা বীমা কোম্পানি দেবেন।
একইসঙ্গে, কোনও শিক্ষার্থী হাসপাতালের বর্হিবিভাগ সেবা (বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, রোগ নির্ণয়) নিলেও সেটা স্বাস্থ্য বীমার মধ্যে অর্ন্তভূক্ত বলে গণ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. নাজমা বেগম, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মোঃ জাকির হোসাইনসহ অন্যরা।
সারাবাংলা/জেএ/এমএস