Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া মাথার রাবেয়া-রোকাইয়ার মেডিকেল বোর্ড রোববার


২৫ নভেম্বর ২০১৭ ১৩:৪৩ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১৪:০৭

সারাবাংলা প্রতিবেদক

জোড়া মাথার শিশু রাবেয়া ও রোকাইয়ার উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে রোববার। দেশের খ্যাতনামা নিউরো সার্জন, প্লাস্টিক সার্জন, অর্থোপেডিক সার্জনসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ১৬ সদস্যের বোর্ড গঠন করা হবে বলে সারাবাংলাকে জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর পাবনার চাটমোহর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মাথা জোড়া লাগানো দুই কন্যাকে নিয়ে আসেন স্কুল শিক্ষক রফিকুল ইসলাম। সেদিনই রাবেয়া-রোকাইয়াকে এখানে ভর্তি করা হয়।

শনিবার ডা. সামন্ত লাল সেন সারাবাংলাকে বলেন, শিশুদুটির এমআরআই করা হয়েছে। এছাড়া, তদের শারীরিক অবস্থা ভালো আছে, কোনো ধরনের শারীরিক জটিলতা এখন নেই।

সামন্ত লাল সেন আরও বলেন, শিশুদুটির জন্য আমরা সব ধরনের চেষ্টা করে যাবো। একটি রুটিন কাজের অংশ হিসেবে বাংলাদেশে এখন হাঙ্গেরি ও নেদারল্যান্ডসের একটি প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক দল রয়েছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। তারাও আমাদের ভরসা দিয়েছেন, তবে এ ক্ষেত্রে আমাদেরকে তারা কোনো তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। এসব বিদেশি চিকিৎসকদেরকেও আমরা বোর্ডে অন্তর্ভুক্ত করব।  দেশের সব সেক্টরের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়েই রাবেয়া ও রোকাইয়ার মেডিকেল বোর্ড গঠন করা হবে।

রাবেয়া ও রোকাইয়ার বাবা রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, আমরা এর আগে তিনবার ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) এসেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো আশার বাণী শুনিনি। এবার অনেক আশা নিয়ে এই হাসপাতালে এসেছি। আপনারা দোয়া করবেন যেন আমার দুই মেয়ে তাদের স্বাভাবিক জীবন ফিরে পায়, মেয়েদের যেন সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি।

বিজ্ঞাপন

জেএ/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর