মেডিকেল করেসপন্ডেন্ট
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্র- আইসিইউতে ১২টি নতুন বেড যুক্ত হয়েছে। শনিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্ঠানিকভাবে এ বেডগুলোর উদ্বোধন করেন। এ নিয়ে আইসিইউতে মোট বেডের সংখ্যা দাড়ালো ৩২টি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী নাসিম বলেন, এতোদিন দেশের সবচেয়ে প্রাচীন এ হাসপাতালে বেড সঙ্কট ছিল। নতুন করে এগুলো যুক্ত হওয়ায় রোগিদের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে। এতোবড় এ হাসপাতালে অন্তত একশো আইসিইউ বেড প্রয়োজন মন্তব্য করে কিছুদিনের মধ্যে আরো ২০টি নতুন বেড যুক্ত করারও ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
আগামী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে। ওই নিবার্চনে বিএনপি অংশগ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে নির্মানাধীন ‘শেখ হাসিনা জাতীয় ন্যাশনাল বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট’ পরিদর্শণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।
সারাবাংলা/প্রতিনিধি/এমএস