Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৮ হাজার বই দিল বিকাশ


১৪ মার্চ ২০১৮ ১২:০৩

 ডেস্ক রিপোর্ট

ঢাকা : বিশ্বসাহিত্য কেন্দ্রের স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের  জন্য পরিচালিত বই পড়া কর্মসূচিতে ৩৮ হাজার বই দিয়েছে বিকাশ। সম্প্রতি এক অনুষ্ঠানে বিকাশ-এর চীফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মোঃ মনিরুল ইসলাম বিশ্বসাহিত্য কেন্দ্রর প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে এই বই তুলে দেন।

উল্লেখ্য স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বই পড়া কর্মসূচি ‘দেশ-ভিত্তিক উৎকর্ষ কার্যক্রম-এর সাথে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ। বিগত চার বছরে বিশ্বসাহিত্য কেন্দ্রর বইপড়া কর্মসূচিতে প্রায় ১ লাখ ৮০ হাজার বই দিয়েছে বিকাশ।

আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৮ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচী। বর্তমানে সারাদেশে এই কর্মসুচীর আওতায় প্রায় ২,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ছাত্র-ছাত্রী রয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর