সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: দেশের উচ্চ শিক্ষায় দক্ষতা বাড়াতে জিইডি টেস্টিং সার্ভিস কাজ করছে দীর্ঘদিন ধরে। শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিই জিইডির উদ্দেশ্য। রোববার রাজধানীর পুলিশ স্টাফ কলেজ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল জিইডি গ্রাজুয়েশন ইন-ঢাকা’ অনুষ্ঠানে এ কথাই বলেন বক্তারা।
অনুষ্ঠানে জিইডি টেস্টিং সার্ভিস ও আমেরিকান কাউন্সিল অন এডুকেশন (এসিই) যৌথভাবে ২০০ গ্রাজুয়েটকে সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৪ সালে দেশে অভ্যন্তরীণভাবে জিইডি প্রোগ্রাম শুরু হয়। গত বছর থেকে এ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে কাজ শুরু করে। জিইডি টেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের হাইস্কুল পর্যায়ে শিক্ষার্থীদের দক্ষ করতে বর্তমানে ব্যাপকভাবে কাজ করছে।
অনুষ্ঠানে জিইডি টেস্টিং সার্ভিসের প্রেসিডেন্ট রেন্ডি ট্রাস্ক,আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের ভাইস প্রেসিডেন্ট ব্রান্ড ফ্রান্সওর্থি, পি-আই ইন্টারন্যাশনাল এডুকেশনের সিইও মোহাম্মদ ওক্বি ও মেনট্রোস এডুকেশনের সিইও অনিন্দ্য চৌধুরি গ্রাজুয়েটদের মধ্যে সম্মাননা তুলে দেন।
জিইডি টেস্টিং সার্ভিসের প্রেসিডেন্ট রেন্ডি ট্রাস্ক তার বক্তব্যে বলেন, দেশের শিক্ষাখাতের বিশেষ একটি অংশে অবদান রাখতে পেরে জিইডি ধন্য। সেইসঙ্গে ঢাকায় প্রথমবারের মতো এ অনুষ্ঠান আয়োজনে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সারাবাংলা/এমএস