Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টেট ইউনিভার্সিটি’র ৫ম সমাবর্তন বুধবার


৮ মে ২০১৮ ১২:৩৭

স্টাফ করেসপন্ডেন্ট।।

আগামী ৯ মে (বুধবার) স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য সমাবর্তনে স্প্রিং-২০১৬ থেকে ফল-২০১৭ পর্যন্ত সেমিস্টারের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ২২৬৩ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করবেন। সমাবর্তনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এছাড়া সমাবর্তন বক্তব্য দেবেন বিশ্বসাহিত্য কেন্দ্র-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এছাড়া সমাবর্তনে আরও উপস্থিত থাকবেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. সাঈদ সালাম এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম।

বিজ্ঞাপন

এসইউবির ৫ম সমাবর্তনে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড-এর জন্যে মনোনীত হয়েছেন ২ জন শিক্ষার্থী। ভাইস-চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ২১ জন শিক্ষার্থী। এ ছাড়া ডিন’স অ্যাওয়ার্ড পাবেন ৪৪ জন শিক্ষার্থী।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর