Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে আরও ২৬ জনের দেহে করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৮:২০ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৯:৩৯

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ে করোনায় কোনো মৃত্যু হয়নি।

বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৪১টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। দেশে করোনায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ৪৪ জনে। এর মধ্যে চলতি বছরে ৪৯৯ জন।

এছাড়া, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চলতি বছরে দাঁড়িয়েছে ১৯ জনে এবং মোট মৃত্যু ২৯ হাজার ৫১৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এমপি

বিজ্ঞাপন

‘চিঠি দিও’
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩২

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৫

আরো

সম্পর্কিত খবর