Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৫:৫০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। স্কুলের ৭ম শ্রেণিতে পড়ত সে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, এদিন সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে ঘটনাটিতে বার্ন ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

মৃত মাকিনের বাবা মো. মহসিন বলেন, ‘আমার ছেলে মাইলস্টোন স্কুলের ৭ম শ্রেণিতে পড়তো। আমাদের বাসা গাজীপুর সদরের বড়বাড়ি এলাকায়। সেখান থেকেই নিয়মিত দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে যাতায়াত করত। দুই সন্তানের মধ্যে ছোট ছিল মাকিন।’

সারাবাংলা/এসএসআর/এমপি