Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
‘৪ জনের অবস্থা সংকটাপন্ন, ২ জনকে দেওয়া হয়েছে ছাড়পত্র’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৫ ১৫:৪৭ | আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৬:৫৮

সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।

ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। অপরদিকে চিকিৎসারত চারজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মেহাম্মদ নাসির উদ্দিন।

শনিবার (২৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

পরিচালক বলেন, আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দুইজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুই জনকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে। এরা হলো স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখন ৩৬ জন রোগী ভর্তি রয়েছে। এদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছে চারজন। যাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সিবিআর ক্যাটাগরিতে অর্থাৎ এদের চাইতে একটু কম গুরুতর অবস্থায় রয়েছে ৯ জন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। আগামী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

ছাড়পত্র জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দগ্ধ মাইলস্টোন ট্র্যাজেডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর