Tuesday 29 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
হাসপাতালে ভর্তি ৩৩, দেওয়া হচ্ছে মানসিক চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৫ ১৬:০৯

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন।

ঢাকা: মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। এখনও আইসিইউতে রয়েছে ৩ জন। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার পাশাপাশি মানসিক চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।

পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তিনজন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে। এরমধ্যে একজন লাইফ সাপোর্টে আছে। তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৮ জন। ১৯ জন কেবিনে ও বাকিরা অন্যান্য ওয়ার্ড ভর্তি রয়েছে। তবে গতকাল থেকে এখন পর্যন্ত তাদের সবার অবস্থা অপরিবর্তিত রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজ কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যাদেরকে ছুটি দেওয়া হচ্ছে তারা পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তীতে অপারেশনও লাগতে পারে।’

সারাবাংলা/এসএসআর/এমপি

চিকিৎসা মাইলস্টোন ট্র্যাজেডি মানসিক চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর